নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ একটি ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নে কাজৈর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিল নরসিংদী পরিবেশ অধিদপ্তর।
জানা গেছে, লাইসেন্সবিহীন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে একটি ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। পাশাপাশি ইটভাটাটি ভেঙে দেওয়া হয়। ইটভাটাটি মেসার্স ফারুক ট্রেডার্সের মালিকানাধীন।
এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার বাংলানিউজকে বলেন, অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সব ইটভাটার মালিকদের বিরুদ্ধেও পর্যায়ক্রম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসআরএস