সিরাজগঞ্জ: সয়াবিনের বোতলে নির্ধারিত মূল্যের থেকে বেশি রাখায় ও গ্যাসের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদর উপজেলার তিনটি বাজারে অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান জানান, বাজার দর নিয়ন্ত্রণে পৌর এলাকার বাজার স্টেশন, চৌরাস্তা ও মাছুমপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে সয়াবিন তেল বিক্রি করায় লিমন স্টোরকে ১০ হাজার, মূল্য তালিকা না থাকায় দু’টি গ্যাসের দোকানে চার হাজার ও লাইসেন্স না থাকায় আরাফাত স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসআরএস