ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কাউখালীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার হোগলা বেতকা ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমীন হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ইউপি সদস্য ফিরোজ খান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা পরিকল্পিত এ হামলায় আসামিদের দ্রুত গ্রেফতার করে এর সুষ্ঠু বিচারের দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) পিরোজপুরের কাউখালী উপজেলার হোগলা বেতকা ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদের ওপর হামলা চালানো হয়। ওই হামলা ঠেকাতে গেলে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমীন হোসেনের ওপরও সন্ত্রাসীরা হামলা করে। এতে চেয়ারম্যান ও ওই ছাত্রলীগ নেতাসহ আরো ৪ জন গুরুতর আহত হন।

গুরুতর আহত ছাত্রলীগ নেতা মো. আল-আমীন হোসেন উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাইদ মোটরসাইকেলে করে জব্দকাঠী যাচ্ছিলেন। এ সময় হোগলা বেতকা বাজারের ব্রিজের বেতকা পাড়ে পৌঁছলে সেখানে স্থানীয় মাহমুদ হাওলাদারের ছেলে রাজু হাওলাদার ও কামালের সঙ্গে স্থানীয় কিছু যুবক তর্ক-বিতর্কে জড়িয়ে পরে। এ বিষয় দেখে চেয়ারম্যান বিষয়টি থামিয়ে দিতে চেষ্টা করেন। এ সময় রাজু হাওলাদার চেয়ারম্যানকে পেছন থেকে এলোপাথাড়ি মার-পিট শুরু করেন। তখন সেখানে থাকা একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমীন চেয়ারম্যানকে রক্ষা করতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রাজুর সঙ্গে থাকা সন্ত্রাসীরা ওই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।