ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় রাজু (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
শনিবার সন্ধ্যায় মোস্তফা মাঝি মোড় গ্রিন বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন রাতে পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর তিনি জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত রাজুকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিল রাজু। দুর্ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
নিহত রাজুর দূরসম্পর্কের নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগেই বিয়ে করেছে। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখের জায়গা এক নম্বর রোডে নিজেদের বাড়িতে থাকতো। তার বাবার নাম আজান আলী।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এজেডএস/এনএইচআর