গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আজাহারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাহারুল টাঙ্গাইলের দেলদুয়ার থানার আগদেওলি এলাকার হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা রেল গেট এলাকায় বসবাস করতেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, সকালে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন টঙ্গী স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
আরএস/কেএআর