ঢাকা: রাজধানীর পল্টন থেকে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ মো. দেলোয়ার নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পল্টল মডেল থানা।
রোববার (১৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
শনিবার (১২ মার্চ) নয়াপল্টনের রূপায়ন তাজ টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপল্টন রূপায়ন তাজ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ও জব্দ করা হয় প্রাইভেট কার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দেলোয়ার জানান কুমিল্লার লাকসাম উপজেলা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য নয়াপল্টন এলাকায় অবস্থান করছিল।
তার বিরুদ্ধে পল্টন থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এজেডএস/কেএআর