ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরের কৃষি ব্যাংকের সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
মেহেরপুরের কৃষি ব্যাংকের সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেহেরপুর: ইয়াবাসহ আটক মেহেরপুরের দারিয়াপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা মোস্তফা মনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
দারিয়াপুর কৃষি ব্যাংকের আরএমও শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বিভাগীয় শাস্তি হিসেবে রোববার (১৩ মার্চ) তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা আটক

জানা যায়, কৃষি ব্যাংক দারিয়াপুর শাখার মোস্তফা মনোয়ার ও একই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তৌহিদুর রহমান বাবু মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার একটি বাসায় ভাড়া থাকেন। গত ৪ মার্চ রাত ৯টার দিকে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে সহকর্মী বাবুকে ফাঁসানোর জন্য নিজের ঘরে ইয়াবা রেখে দেন মোস্তফা মনোয়ার। পরে বাবুর একটি পালসার মোটরসাইকেল (পাবনা-ল-১১-৫৫৬৩) ভাঙচুর করেন তিনি। পরে দ্বিতীয় তলায় উঠে বাবুর ঘরের দরজায় সজোরে আঘাত করতে থাকেন। এসময় হৈ চৈ শুনে স্থানীয়রা সেখানে জড়ো হন। তারা মোস্তফা মনোয়ারকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে মোস্তফা তার সহকর্মী বাবুকে ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছিলেন বলে স্বীকার করেন। পরদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।