রাজবাড়ী: রাজবাড়ীতে পুকুরে পড়ে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর আবির (৭) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে জেলা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রাম এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আবির শনিবার (১৩) বিকেলে শিশুদের সঙ্গে বাড়ির পাশে মাঠে খেলা করছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় বাবা-মাসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে আবিরকে। রাত ১০টার দিকে সন্দেহমূলকভাবে গ্রামবাসীরা মাঠের পাশে কামালদিয়া নুরের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর রোববার সকালে জেলেসহ স্থানীয়রা পুকুরে জাল টানলে শিশুটির মরদেহ উঠে আসে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল অফিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান জানান, স্থানীয়দের খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান তারা। কিন্তু তাদের ডুবরি না থাকায় উদ্ধার তৎপরতা চালাতে না পেরে ১০টা ৩৮ মিনিটে সেখানে থেকে ফিরে আসেন। রোববার সকালে ডুবুরি আসার আগেই জেলের জালে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এসআরএস