কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদ নগর এলাকায় পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৩ মার্চ) সকাল ১০টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী জানান, সড়কের পাশে পরিত্যক্ত টয়লেটে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। মরদেহটি ৮-১০ দিন আগের হওয়া শরীরের বিভিন্ন অংশ পোকা ধরে গেছে। তবে শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনটি