ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সৌন্দর্য বাড়াতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সৌন্দর্য বাড়াতে হবে

রাঙামাটি: রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে সৌন্দর্য বাড়াতে হবে।  

রোববার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, জেলার আইনশৃঙ্খলা সন্তোষজনক রয়েছে। কিছু স্থানীয় রাজনৈতিক সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা নেই। সবাই যদি স্ব-স্ব স্থান থেকে নিজ জেলার উন্নয়নে কাজ করি তাহলে রাঙামাটিকে সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা যাবে।

এসময় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সভায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৯৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।