লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার মিলন বাজারের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আরিফুল ইসলাম উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের সফিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে বাড়ি থেকে হাতীবান্ধা যাচ্ছিলেন আরিফুল। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকীম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনটি