ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া আক্তার ইতি (২৭) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা, না অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখছে তারা।
রোববার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কদমতলী থানার পরিদর্শক ( তদন্ত) সজিব দে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতি দুই সন্তানের জননী। তার স্বামীর নাম নয়ন। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে গত কয়েক মাস আগে নয়নকে তালাক দেন তিনি। এরপর গত এক মাস যাবত মেহেদি হাসান নামে এক যুবকের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকত। তবে মেহেদী হাসান ইতির স্বামী কিনা সেটা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। যদিও মেহেদি নিজেই থানায় এসে জানায় ইতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১৩ মার্চ, ২০২২
এজেডএস/এমএমজেড