ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ১০ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
কালকিনিতে ১০ ঘর পুড়ে ছাই

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘরসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  

শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের  কালাই সরদারের চর এলাকার সরদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মিন্টু সরদার, আলামিন সরদার, লোকমান সরদার, আলাম সরদার, রফিক  সরদার, রাজা আলী সরদার, দিল ইসলাম সরদার, হোসেন সরদার, সোহরাব সরদার, আক্কেল সরদার, মিন্টু সরদারের ১০টি টিনসেডের ঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকার আলামিন সরদারের বসত ঘরের বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীকালে একে একে ছোট বড় মিলিয়ে ১০টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে স্থানীয়দের অক্লান্ত প্রচেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ধরে ঘরে থাকা সবাই কোনোমতে জীবন নিয়ে বের হতে পারলেও বের করতে পারেন নি কোনো মালামাল।

স্থানীয় বাসিন্দা লিমন মজুমদার বাংলানিউজকে বলেন, রাতে লোকজনের চিৎকারে ছুটে গিয়ে দেখি প্রায় ১০টি ঘরে আগুন জ্বলছে। কারেন্টের আগুন চোখের নিমিষেই চারদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা সবাই মিলে চেষ্টা করে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, আমরা ভোরে রাতের দিকে কালকিনি থেকে আগুন লাগার খবর পাই। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় তারা। পরবর্তীকালে আমরা ফিরে আসি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।