যশোর: যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ঠান্ডু বিশ্বাস হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (১২ মার্চ) দিনগত রাতে ঢাকার আশুলিয়া সুটিং বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা।
গ্রেফতার তিনজন হলেন- চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৪০), আব্দুল খালেক (৫৫) ও তোতা মিয়া (৩৫)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বাংলানিউজকে বলেন, গত ২১ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে ঠান্ডু মেম্বর খুন হন। এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি চৌগাছার পাতিবিলা এলাকার ফারুক, খালেক ও তোতা মিয়া।
দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই তিন আসামিকে আশুলিয়া সুটিং বাড়ি এলাকা থেকে শনিবার দিনগত রাতে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক নাজিউর।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
ইউজি/আরআইএস