ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে কাভার্ডভ্যানচাপায় অটোভ্যান যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
রায়গঞ্জে কাভার্ডভ্যানচাপায় অটোভ্যান যাত্রী নিহত 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে কাভার্ডভ্যানচাপায় সারমিন খাতুন (২৪) নামে একজন অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১৩ মার্চ) রাতে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের রায়গঞ্জ উপজেলার বুড়ির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সারমিন রায়গঞ্জ উপজেলার  কুমাজপুর গ্রামের লিখনের স্ত্রী।

স্থানীয়রা জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়ার দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানযাত্রী সারমিন ঘটনাস্থলেই মারা যান।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, নিহত সারমিনের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত কার্ভাডভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।