ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ধর্ষণ ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
মানিকগঞ্জে ধর্ষণ ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার ৪

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় র‌্যাবের বিশেষ অভিযানে কথিত সাংবাদিকসহ তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৩ মার্চ) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

গ্রেফতাররা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মকিমপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে জাকির হোসেন (২৪), একই উপজেলার নারাঙ্গাই এলাকার মৃত হাজী আনসার আলীর ছেলে ফেরদৌস হোসেন বাবু (৫৬), তার স্ত্রী জাকিয়া ফেরদৌস (৪১) এবং পশ্চিম দাশরা এলাকার দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলাউদ্দিন রায়হানের ছেলে কথিত সাংবাদিক জুবায়ের হোসেন জাদু (৩৪)।

লে. কমান্ডার আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, গতকাল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় ফেরদৌস হোসেন বাবুর বাসার ভাড়াটিয়া এক নারীকে পূর্ব পরিচয়ের জের ধরে জাকির হোসেন ধর্ষণ করেন। ঘটনা টের পেয়ে বাড়ির মালিক বাবু, তার স্ত্রী জাকিয়া ও কথিত সাংবাদিক জাদু ভিকটিম ও জাকিরকে ভয়-ভীতি দেখিয়ে আটকে রাখেন। এ ঘটনা তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। ভিকটিম মোবাইলে টাকা আনার কথা বলে কৌশলে র‌্যাব অফিসে কল করে বিস্তারিত জানান।

ভিকটিমের তথ্য অনুসারে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারসহ ধর্ষক ও চাঁদাবাজদের রোববার বিকেলে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।