ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
পলাশবাড়ী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ...

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

এতে উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনকে সভাপতি, তৌহিদুল ইসলাম মন্ডলকে সাধারণ সম্পাদক, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতােকে সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম বাবুকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাহিবুল হাসান মুকিতকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এ কমিটি ঘোষণা করেন।

এর আগে দুপুর ১২টায় সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু।

পলাশবাড়ী আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম রুমি, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপন।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।