ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।



বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ করেছি।  আমাদের আশা, শতভাগ ভিসা অনুমোদন হবে। ভিসা সহজীকরণের জন্য বলেছি।  এছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে, মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না, সেটা আমাদের দেখতে হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। আজ দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন>>

**তেলের বাজার স্থিতিশীল রাখতে সব উদ্যোগ নেবে সৌদি আরব
** সৌদির সঙ্গে বাংলাদেশের ২ সমঝোতা চুক্তি সই
**সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. মোমেন


বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।