ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীর বাগমারায় প্রায় কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। আটক ব্যক্তির নাম জাকিরুল ইসলাম (২৮)।

তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রইজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এর স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে বাগমারা উপজেলার হাসনাবাদ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৯৯০ গ্রাম হেরোইনসহ জাকিরুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জাকিরুল হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।