ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষিকার ৫৪ হাজার টাকা ও স্বর্ণ ছিনতাই

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
শিক্ষিকার ৫৪ হাজার টাকা ও স্বর্ণ ছিনতাই প্রতীকী ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরে মিলি বেগম নামে এক শিক্ষিকার টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে এ মামলাটি করা হয়।

এর আগে, সোমবার দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শিক্ষিকা মিলি বেগমের বাসা মৌলভীবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের শমসেরনগর সড়কে। তিনি হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক।

মিলি বেগম বলেন, সোমবার দুপুরে প্রাইম ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর একজন লোক আমার হাতে একটা কিছু একটা দিয়ে আঘাত করে। পরে ব্যাগের ভেতরে রাখা টাকা ও স্বর্ণ দিতে নানাভাবে ভয় দেখায়। এরপর ব্যাগে থাকা ৫৪ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চুড়ি তাদের হাতে তুলে দেই।

তিনি বলেন, সবকিছু দেওয়ার পর ছিনতাইকারীদের একজন আমাকে ধমক দিয়ে চলে যেতে বলেন। সিসি ক্যামেরার রেকর্ডে দেখা যায় ছিনতাইকারী তিনজন ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ওই শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ২৯ মার্চ, ২০২২
বিবিবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।