ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সাড়ে ৬ লাখ জাল টাকাসহ যুবক গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
গাজীপুরে সাড়ে ৬ লাখ জাল টাকাসহ যুবক গ্রেফতার 

গাজীপুরে সাড়ে ৬ লাখ জাল টাকাসহ যুবক গ্রেফতার : গাজীপুরে ৬ লাখ ৩১ হাজার জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া পেয়ারা বাগান এলাকা থেকে মো. শিবলুকে (৩৫) গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার শিবলু ভোলার বোরহানউদ্দিন থানার পক্ষিয়া এলাকার রুহুল আমিনের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় মিলন হাজির বাড়িতে স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া থাকেন শিবলু। সেখান থেকে তিনি জাল টাকার ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় তার স্ত্রী মিনারা খাতুন (৩২) পালিয়ে যায় এবং শিবলু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার কক্ষের খাটের নিচ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট মোট ৬ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করে।  

বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবলু ও তার স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
আরএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।