ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিবচরে ২২ ব্যারেল চোরাই ডিজেল-মবিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
শিবচরে ২২ ব্যারেল চোরাই ডিজেল-মবিলসহ আটক ১

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলা থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


 
এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) দিনগত রাতে উপজেলার কাওড়াকান্দি পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক জালাল একই উপজেলার মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে।

ওসি মিরাজ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ওই ফেরিঘাট এলাকা থেকে চোরাই ডিজেলসহ জালালকে আটক করা হয়। পরে থানায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি জানান— পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চলাচলরত চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেডসহ নৌযান থেকে দীর্ঘদিন ধরে চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে।

তিনি আরও জানান, আটক জালালের একটি ট্রাক থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বুধবার দুপুরে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।