ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রাক্টর চালাচ্ছিল কিশোর হেলপার, উল্টে প্রাণ গেল ঘটনাস্থলেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
ট্রাক্টর চালাচ্ছিল কিশোর হেলপার, উল্টে প্রাণ গেল ঘটনাস্থলেই

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হাসান আলী (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। হাসান ওই ট্রাক্টরের চালকের সহকারী (হেলপার)।

 

সোমবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসান একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটি নিয়ে ভিভিএম ইটভাটায় নিচ্ছিল সম্রাট পরিবহন নামে একটি ট্রাক্টর। এসময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সীমান্ত ইটভাটা সংলগ্ন আম বাগানের পাশের জমিতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় হেলপার হাসান।  

জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান জানান, ট্রাক্টরটি চালাচ্ছিল হেলপার হাসান আলী। চালক ফারদিন হোসেন ট্রাক্টরের পাশে বসে ছিলেন। ঘটনার পর চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।