ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইউক্রেনে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা পড়তে পারবেন রাশিয়ায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
ইউক্রেনে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা পড়তে পারবেন রাশিয়ায় ইউক্রেনে পড়তে যাওয়া কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী

ঢাকা: ইউক্রেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে রাশিয়ায় পড়ালেখার সুযোগ পাবেন। ঢাকার রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ঢাকার রাশিয়ার দূতাবাস জানায়, বাংলাদেশি যেসব শিক্ষার্থীরা ইউক্রেনে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারছেন না, তারা রুশ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা শেষ করার সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা রাশিয়ায় তাদের পড়াশোনার প্রক্রিয়া স্থানান্তরে আগ্রহী তাদের ঢাকায় রুশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

একই সঙ্গে তারা রাশিয়ায় কোন অঞ্চলের কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেসব তথ্যসহ ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত নথির একটি কপি এবং শিক্ষার্থীর আইডি কার্ড ও রেকর্ড বুকের কপি জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনের বাংলাদেশি শিক্ষার্থীরা ইতোমধ্যেই সে দেশ ত্যাগ করে পোল্যান্ড ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।