ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

আবাসিক হোটেলে আদম ব্যবসায়ীর লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
আবাসিক হোটেলে আদম ব্যবসায়ীর লাশ

ঢাকা: রাজধানীর রামপুরায় একটি আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৫০) নামে এক আদম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে ‘হোটেল আর ইসলাম’ এর ৫ম তলার ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে হোটেলটির ৪১০ নম্বর রুমের দরজা ভেঙে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিছানার ওপর শায়িত অবস্থায় ছিল তার মৃতদেহ। পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। এছাড়া তার নাক-মুখ দিয়ে ফেনা পড়ছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই তাজুল বলেন, সোমবার সন্ধ্যায় হোটেলের রুমটিতে ওঠেন ইকবাল হোসেন নামের ওই ব্যক্তি। আজ বিকেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেই।

মোবাইল ফোনের সূত্র ধরে মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন, বাবার নাম মোশার হোসেন খান বলে জানা যায়। বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতেন তিনি। ইকবাল পেশায় আদম ব্যবসায়ী ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।