ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় নদী ভাঙন রোধে ১১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
ভোলায় নদী ভাঙন রোধে ১১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন নদী ভাঙনের ফাইল ছবি

ভোলা: ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিনে উপজেলায় মেঘনার ভাঙন থেকে রক্ষায় ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলার (ডিভিশন-২) নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় তজুমদ্দিনের জিরো পয়েন্ট থেকে বেতুয়া পর্যন্ত ৩৪ দশমিক ৬৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং তজুমদ্দিনের চাচড়া থেকে লালমোহনের ফাতেমাবাদ ও লর্ডহার্ডিঞ্জ পর্যন্ত ১৭ দশমিক ১ কিলোমিটার পর্যন্ত ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হবে।  

তিনি আরও বলেন, ভাঙন রোধে এটি একটি বড় প্রকল্প।  

এদিকে নদী ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের এমন খবরে সাধারণ মানুষকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
 
নদী ভাঙন রোধে এত বড় প্রকল্প অনুমোদনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।