ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় নাজমুল মোল্লা (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল পাবনা জেলার বেড়া থানার হাতীগাড়া গ্রামের মো. শাহীন মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় মমিনের বাড়িতে ভাড়ায় থেকে ব্যাটারির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে জামগড়া থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন নাজমুল। এ সময় সরকার মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাক চালক এবং হেলপার পালিয়ে যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০২২
এসএফ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।