ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

অটোরিকশার নিচে পড়ে ৬ মাসের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
অটোরিকশার নিচে পড়ে ৬ মাসের শিশুর মৃত্যু নিহত শিশুটি

কুমিল্লা: কুমিল্লায় অটোরিকশার নিচে চাপা পড়ে সানিয়া আক্তার নামে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সানিয়াকে নিয়ে তার মা অটোরিকশায় করে বাবার বাড়ি যাচ্ছিলেন।  এ সময় চালকের অসতর্কতার কারণে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। এতে শিশু সানিয়া অটোরিকশার নিচে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অটোরিকশার অন্য চারজন যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, অটোরিকশা ও চালক পুলিশ হেফাজতে আছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।