ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

জীবননগরে দেয়ালচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
জীবননগরে দেয়ালচাপায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দেয়ালচাপা পড়ে রিফাত আলী (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাত আলী জীবননগর উথলী গ্রামের বাজারপাড়ার রাজমিস্ত্রি ফন্টু আলীর ছেলে। সে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে রিফাত আলী খেলছিল। একই সময় প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী শান্তির বাড়ির প্রাচীরের কাজ চলছিল। রিফাত ওই প্রাচীর বেয়ে ওপরে উঠে খেলার সময় প্রাচীরটি ভেঙে পড়লে সে এর নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাদিয়া জানান, রিফাত হাসপাতালে আসার আগেই মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।