ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় নৃ-গোষ্ঠীর নারীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
খুলনায় নৃ-গোষ্ঠীর নারীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৪

খুলনা: খুলনায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কয়রা উপজেলার নলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কয়রা থানার পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম আলী সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বাংলানিউজকে বলেন, গণধর্ষণের ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। সার্কেল এসপি আসার পর যাছাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়রা জানান, ওই নারীর স্বামী ইটভাটায় কাজ করেন। কাজের সুবাদে তাকে বাড়ির বাইরে থাকতে হয়। দুর্বৃত্তরা বাড়ি ফাঁকা থাকার সুযোগে তাকে গণধর্ষণ করে। ভুক্তভোগী নারীর দুই বছর বয়সী এক সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।