ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিষখালী নদী থেকে ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
বিষখালী নদী থেকে ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জমির হোসেন বলেন, বিষখালী নদীর নিশানবাড়ীয়া, বাদুরতলা, জিনতলা ও এর আশপাশে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।