ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

আগামী মৌসুমে ধানের আবাদ বাড়ানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
আগামী মৌসুমে ধানের আবাদ বাড়ানোর সুপারিশ

ঢাকা: বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে আগামী মৌসুমে ধানের আবাদ বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি৷

বুধবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ 

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মোসলেম মামুনুর রশীদ কিরন, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

পূর্ববর্তী বৈঠকের সুপারিশসমূহের অগ্রগতি-বাস্তবায়ন ও কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

মানুষের দৈনন্দিন কৃষি পণ্যের চাহিদার ক্রমানুযায়ী গুরুত্ব বিবেচনায় গবেষণা কার্যক্রম গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে চলতি মৌসুমের বোরোর ক্ষতি পুষিয়ে নিতে আগামী মৌসুমে ধানের আবাদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
                                             
বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।