ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ৮ দিনব্যাপী পোড়ামাটির গহনা প্রদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
রাজবাড়ীতে ৮ দিনব্যাপী পোড়ামাটির গহনা প্রদর্শন

রাজবাড়ী: বাংলা নববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ মৃৎশিল্প ফোরামের উদ্যোগে রাজবাড়ীতে ৮ দিনব্যাপী পোড়ামাটির গহনা প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পী শহীদুল হাসানের ২৯তম এ পোড়ামাটির গহনা প্রদর্শনী উদ্বোধন করেন।

শিল্পী, নকশাবিদ, ভাস্কর, লেখক ও ফটোসাংবাদিক মো. গোলাম আলী।

বাংলাদেশ মৃৎশিল্পী ফোরামের আহ্বায়ক শিল্পী শহীদুল হাসান বাংলানিউজকে জানান, প্রদর্শনীতে পোড়ামাটির তৈরি হাতের চুরি, গলার মালা, টেরাকোটা, মুর‌্যাল, ইন্টেরিয়রসহ বিভিন্ন ধরনের গহনা সুলভ মূল্যে পাওয়া যাবে। প্রদর্শনী চলবে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।