ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রলির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
খুলনায় ট্রলির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

খুলনা: খুলনার ইট বহনকারী ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে রূপসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুথী পাল পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে এবং তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক ইয়াছিনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় ট্রলিসহ চালক আটক হয়েছে।

রূপসা থানা পুলিশ জানায়, যুথী পাল পিঠাভোগ গ্রামের বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর সেতুর কাছে ইট বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এমআরএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।