ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হ‌লো ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
বরিশালে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হ‌লো ঈদ উপহার

বরিশাল: বরিশালে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হ‌লো ঈদ উপহার সামগ্রী।

বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় নগ‌রের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে এ ঈদ উপহার সামগ্রী মু‌ক্তি‌যোদ্ধা‌দের হা‌তে তু‌লে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল প্রমুখ।  

সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, তেল, পেয়াজ, চিনি, লবণ, সেমাই, দুধ ও কিসমিসসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।