ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত যাত্রী বহন, দুই লঞ্চকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
অতিরিক্ত যাত্রী বহন, দুই লঞ্চকে জরিমানা

মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে দুই লঞ্চ মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। এদিকে শিমুলিয়া থেকে এমভি সাগর পাড় ও এমএল দিপু-১ লঞ্চ দুটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটে আসে। এসময় দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে আসা দুইটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকেই নৌরুটে যাত্রীর চাপ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।