ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাজেক ভ্রমণে আসছেন রাষ্ট্রপতি, খোলা থাকবে কটেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
সাজেক ভ্রমণে আসছেন রাষ্ট্রপতি, খোলা থাকবে কটেজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দেশের অন্যতম পর্যটন নগরী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্রমণে তিনদিনের অবকাশ যাপনে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়- চলতি বছরের আগামী ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত অর্থাৎ তিনদিন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবকাশ যাপন করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সফরে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সাজেকে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৈঠকে কটেজ মালিকপক্ষের নেতারা অংশ নিয়েছেন। রাষ্ট্রপতি অবস্থানকালে সব রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

এদিকে বৈঠকের পর সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়- রাষ্ট্রপতি আবদুল হামিদের সফরকালে সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখা হবে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন সংগঠনটি।

সংগঠনটির ফেজবুক পেজে দেওয়া মালিকপক্ষের বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো-‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের সাজেক সফর উপলক্ষে আগামি ০৯-০৫-২০২২ থেকে ১৪-০৫-২০২২ ইং তারিখ পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার নির্দেশক্রমে অনুরোধ করা হল।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, রাষ্ট্রপতির ভ্রমণে নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই কারণে জেলা প্রশাসনের অনুরোধে আগামী ০৯ মে থেকে ১৪মে পর্যন্ত সব কটেজ ছয়দিন বন্ধ রাখা হবে।

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকের কোনো রিসোর্ট বন্ধ থাকবে না। তাঁর সফর সঙ্গীর জন্য কিছু রিসোর্ট বুকিং রাখতে সাজেক কটেজ মালিক সমিতিকে বলা হয়েছে। তিনি আক্ষেপের সঙ্গে বলেন, অনেকে না বুঝে বিষয়টি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। তবে রাষ্ট্রপতির সফরকালে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার থাকবে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।