ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে অস্ত্রসহ পিসিজেএসএসের কালেক্টর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ১, ২০২২
কাপ্তাইয়ে অস্ত্রসহ পিসিজেএসএসের কালেক্টর আটক আটক বিমল চাকমা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র কর্মী বিমল চাকমা (২২) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।  

রোববার (০১ মে) ভোরে উপজেলার হরিণাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিমল চাকমা ওই এলাকার মহিসুর চাকমার ছেলে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন তথ্য পেয়ে ভোরের দিকে কাপ্তাইয়ের হরিণাছড়া এলাকা থেকে পিসিজেএসএস সন্তু গ্রুপের কালেক্টর বিমল চাকমাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ একটি করে এসএমজি, ম্যাগাজিন, দেশীয় রাইফেল, রাম দা, স্মার্টফোন, মানিব্যাগ, ব্যাগ ও দু’টি বাটনফোন এবং ১৫ রাউন্ড গুলি। আটক বিমলকে জিজ্ঞাসাবাদ শেষে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, আটক বিমলের নামে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।