ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁর ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মে ৭, ২০২২
নওগাঁর ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত 

নওগাঁ: নওগাঁর ঐতিহাসিক স্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থিত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি।

শুক্রবার (৬ মে) দিনব্যাপী ওইসব স্থান পরিদর্শন করেন তিনি।

সফরের শুরুতেই তিনি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন। এ সময় বিহারটির ছোট ছোট স্থাপনা এবং বৌদ্ধ ভিক্ষু কক্ষ, টেরাকোটাসহ সার্বিক ইতিহাস সম্পর্কে অবহিত হন তিনি। রাষ্ট্রদূত আইটিও নাওকিকে এসব স্থাপনা ঘুরিয়ে দেখান বিহারটির কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু।

এরপর বিকেলে নওগাঁ জেলা পুলিশের শপিংমল পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত। তাকে শপিংমল ঘুরিয়ে দেখান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

পরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জাপানের রাষ্ট্রদূত। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এটি বাংলাদেশের অন্যতম একটি শপিংমল। মানুষের নিরাপত্তার পাশাপাশি এমন একটি শপিংমল তৈরি করা পুলিশের অভূতপূর্ব উদ্যোগ।

পাহাড়পুরকে বিশ্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এখানে জানার এখন দেখার অনেক কিছু রয়েছে। এটি পরিদর্শনের জন্য জাপানসহ বিশ্ববাসীকে আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের দ্বিতীয় ও তৃতীয় সচিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।