ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

নষ্ট ধান হাতে ইউএনও কার্যালয়ে কৃষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ৮, ২০২২
নষ্ট ধান হাতে ইউএনও কার্যালয়ে কৃষকরা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ইটভাটার কারণে ইরি ধান পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় কাটা ধান হাতে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা।

রোববার (০৮ মে) সকালে গাঙ্গুটিয়া, কুশুরা দুই ইউনিয়নের বিভিন্ন মৌজা থেকে কৃষকরা ধান হাতে মিছিল নিয়ে হাজির হন।

হতদরিদ্র এই কৃষকদের ব্যানারে লেখা ছিল নূর ব্রিকস, খান ব্রিকস, মদিনা ব্রিকস, রাহাত ব্রিকসের চিমনির বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ধামরাই উপজেলার বৈংখতলা, দূর্গাপূর গাড়াইল, জালসা মৌজার মৌসুমি ইরি ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বাংলানিউজকে বলেন, এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণের জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। ওনারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।