ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ৮, ২০২২
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল আওয়াল (৩৩) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ মে) সকালের দিকে ওই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল একই ইউনিয়নের মাগুরা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপিনাথপুর গ্রামে পৃথক স্থানে আব্দুল আওয়ালের দু’টি মাছের ঘের রয়েছে। একই এলাকার বাসার নামে এক ব্যক্তির ঘের থেকে নিজের ঘেরে পানি নেওয়ার জন্য রোববার সকাল ৯টার দিকে বাসারের ঘেরের পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন আব্দুল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের লিকেজে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস্যক মৃত ঘোষণা করেন।

লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলীম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।