ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ৮, ২০২২
কিশোরগঞ্জে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারের মাদক মামলার হাজতি মো. শামীম (৩৫) মারা গেছেন।  

রোববার (০৮ মে) ভোর পৌনে ৫টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে, রোববার (০৮ মে) ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।  

মো. শামীম জেলার বাজিতপুর উপজেলার মধ্যভাগলপুর গ্রামের মৃত কালা চান মিয়ার ছেলে।

জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাজিতপুর থানার বিচারাধীন একটি মাদক মামলার আসামি মো. শামীম জেলা কারাগারে ছিলেন। রোববার (০৮ মে) ভোর ৪টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. নাসির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, 
মো. শামীমের মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।