ঢাকা, রবিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে চাচাত ভাইদের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মে ১০, ২০২২
আদিতমারীতে চাচাত ভাইদের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাড়ির রাস্তা নিয়ে চাচাত ভাইদের সঙ্গে বিরোধের জেরে কামরুজ্জামান (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।  

মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দনপাট গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নুরুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়ির পাশ দিয়ে পৈত্রিক রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করে তাদের চাচাত ভাই কামরুজ্জামানের পরিবার। সম্প্রতি তাদের বাড়ি যাওয়া রাস্তাটি গর্ত খুড়ে বন্ধ করেন নুরুল ইসলাম গং। রাস্তা ফিরে পেতে ও সংঘর্ষ এড়াতে সোমবার (৯ মে) আদিতমারী থানায় লিখিত অভিযোগ করে প্রতিকার চান কামরুজ্জামানের ভাই শামছুজ্জামান।

থানায় অভিযোগ দেওয়ায় কামরুজ্জামানদের ওপর ক্ষিপ্ত হন নুরুল ইসলাম গংরা। মঙ্গলবার দুপুরে ক্ষেতের ভুট্টা নিয়ে ওই রাস্তা হয়ে বাড়ি ফিরছিলেন কামরুজ্জামান। এসময় কামরুজ্জামানের সঙ্গে বিতর্কে জড়ান নুরুল ইসলাম ও তার স্বজনরা। এসময় তারা কামরুজ্জামানকে ধাক্কাধাক্কি করে রাস্তা থেকে সরাতে গেলে তিনি মাটিতে পড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন কামরুজ্জামানকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ১০, ২০২২ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।