ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নগরকান্দায় পুলিশের কাছে অস্ত্র জমা দিলেন স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, মে ১১, ২০২২
নগরকান্দায় পুলিশের কাছে অস্ত্র জমা দিলেন স্থানীয়রা

ফরিদপুর: কাইজা-দাঙ্গা আর না করার অঙ্গীকার করে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইশ্বরদী এলাকার মানুষ পুলিশের কাছে দেশীয় অস্ত্র- ঢাল-কাতরা ও সড়কি জমা দিয়েছেন।

মঙ্গলবার (১০ মে) বিকেলে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমানের উপস্থিতিতে নগরকান্দা থানা চত্বরে স্থানীয়রা এসব দেশীয় অস্ত্র জমা দেন।

জানা যায়, মঙ্গলবার (১০ মে) সকালে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের ইশ্বরদী গ্রামে দুই দলের উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ সময় পুলিশ ওই এলাকা শান্ত করতে উভয় দলের মাতবর ও স্থানীয় নেতাকর্মীদের থানায় ডাকেন। থানায় আসার পর উভয় দলের লোকজন মারামারি ও সংঘর্ষ করবে না মর্মে অঙ্গীকার করেন। এরপর উভয় দলের লোকজন ২১টি ঢাল, ১০টি কাতরা ও ৪০ টি সড়কি জমা দেন।

এ বিষয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বাংলানিউজকে বলেন, ইশ্বরদী গ্রামে সকালে আধিপত্য নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান স্যারের দিক-নির্দেশনা অনুযায়ী উভয় দলের লোকজনকে থানায় ডেকে মতবিনিময় করা হয়। এ সময় তারা সংঘর্ষ করবে না মর্মে অঙ্গীকার করেন। মতবিনিময় শেষে উভয় দলের লোকজন তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র থানায় জমা দেয়।

এ পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এলাকা কাইজা-দাঙ্গা মুক্ত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই অংশ এটা। এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মে ১১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।