ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ১১, ২০২২
গোসাইরহাটে যুবককে পিটিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাঝেরচরে ফারুক মালত (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ফারুক মালত গোসাইরহাট উপজেলার কাজীকান্দি গ্রামের বাসিন্দা।

বুধবার (১১ মে) সন্ধ্যায় গোসাইরহাট থানার 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ফারুক নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন ধরে তিনি নিজের বাবা, মা ও আশপাশের একাধিক ব্যক্তিকে মারধর করেতেন। সকালে মাঝেরচর গ্রামের একটি বাড়িতে ঢুকে ৫০ বছর বয়সী শাসুন্নাহারকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তখন বাঁধা দিতে গেলে আশপাশে থাকা রাহেলা, রজব আলী ও ভানু বেগমকে একই বটি দিয়ে কুপিয়ে জখম করেন। তখন আহতের স্বজন ও আশপাশে থাকা স্থানীয়রা মাদকাসক্ত যুবককে আটক করে বেঁধে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোসাইরহাট থানা পুলিশ ফারুকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad