ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

অনুদানের অ্যাম্বুলেন্সে ৬০৯ বোতল ফেনসিডিল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ১১, ২০২২
অনুদানের অ্যাম্বুলেন্সে ৬০৯ বোতল ফেনসিডিল!

কুমিল্লা: অ্যাম্বুলেন্সে মাদক পাচারের সময় দুর্ঘটনার কবলে পড়ে ‘আঞ্জুমান খাদেমুল ইনসানের’ একটি অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১১ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহত না হলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যান।
 
প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকেলে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে যান। তখন স্থানীয়রা অ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টন দেখেন। এরমধ্যে একটি ছেড়া কার্টনের ভেতর ফেনসিডিল দেখে ‘৯৯৯’ জানানো হয়। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়গঞ্জ হাইওয়ে ঘটনাস্থলে যায়।
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, ওই অ্যাম্বুলেন্সে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আঞ্জুমান খাদেমুল ইনসান’ লেখা রয়েছে। দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
   
খোঁজ নিয়ে জানা যায়, ‘আঞ্জুমান খাদেমুল ইনসান’ নামে ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে অবস্থিত। সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য অন্য একজনকে দায়িত্ব দিয়েছি। গরিব ও অসহায়দের বিনা পয়সায় সার্ভিস দিলেও বিত্তবান রোগীদের সেবা দিয়ে ফি নেওয়া হয়। আমি সংগঠনকে বাৎসরিক টাকাও দিই। আজ আমাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে শুনেছি। তবে ফেনসিডিল বহনের বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।