ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘরে ঘরে শান্তি স্থাপনে অনবদ্য ভূমিকা পালন করছে বিট পুলিশিং কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ১১, ২০২২
ঘরে ঘরে শান্তি স্থাপনে অনবদ্য ভূমিকা পালন করছে বিট পুলিশিং কর্মকর্তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেছেন, প্রতিটি ঘরে ঘরে শান্তি স্থাপনে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিটি বিট পুলিশিং কর্মকর্তা। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে থানা এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে চলমান বিট পুলিশিং কার্যক্রমের সুফল জনগণ ইতোমধ্যে পেতে আরম্ভ করেছে।

বুধবার (১১ মে) সকালে পুলিশ অফিসার্স মেসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ত্রৈমাসিক বিট পুলিশিং সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরতে গিয়ে বলেন, বিট এলাকার প্রতিটি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি, বিট অফিসারদের সঠিকভাবে দায়িত্ব-কর্তব্য পালন, বিট কার্যালয়ের রেজিস্টারসমূহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, বিট ভিত্তিক ফেসবুক পেইজ যথাযথভাবে পরিচালনা করা, বিট ভিত্তিক মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারের সংখ্যা, বিট এলাকার সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো, বিট এলাকার মানচিত্র, বিট কার্যালয়ের ছবিসহ যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে বলেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. রাসেলের (পিপিএম-সেবা) সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (পিপিএম-সেবা), উপ-পুলিশ কমিশনার (সিএসবি)খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান (পিপিএম-বার) প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।