ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শালিখায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মে ১২, ২০২২
শালিখায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়িয়া বাজারে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ফয়সাল আহমেদ প্রিন্স (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ মে) দুপুরে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালালে তিনি গুরুত্বর আহত হন।

প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মঙ্গলবার রাতেই প্রিন্স মারা যান।

প্রিন্স এ বছর শালিখার সিংড়া বিহারী লাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি শালিখার গোয়ালখালী গ্রামের মাসুদ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র কাজল প্রতিদিন একই শার্ট পরে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে আসার কারণ জানতে চায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আকাশ হোসেন। এ নিয়ে দু’জনের মধ্যে চতুরবাড়িয়া বাজারে সোমবার (০৯ মে) কথা কাটাকাটি হয়। পরদিন মঙ্গলবার এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আকাশ কাজলকে চতুরবাড়িয়া স্কুল চত্বরে মারধর করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবক ফয়সাল আহমেদ প্রিন্স মঙ্গলবার দুপুরে চতুরবাড়িয়া বাজারে আকাশ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে আকাশ তার কয়েকজন বন্ধুকে নিয়ে প্রিন্সকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে প্রিন্স ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মারা যান।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো মামলা হয়নি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।