ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

নরসিংদী জেলা কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
নরসিংদী জেলা কারাগারে হাজতির মৃত্যু

নরসিংদী: নরসিংদী জেলা কারাগারে সুমন মিয়া (২৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুমন সদর উপজেলার চরাঞ্চল বাখন নগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানিয়েছেন স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর কারণ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন শাওন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলা কারাগারে আসেন নিহত সুমন। শুক্রবার (১৩ মে) দুপুরে নামাজের সময় হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। তখন তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেলার আতিকুর রহমান জানান, মূলত স্ট্রোক জনিত কারণে সুমনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২২
এফআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।