ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

সিলেটে টিলা ধসে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
সিলেটে টিলা ধসে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় টিলা ধ্বসে নিহত অপুরুদ্র পাল ওরফে অপু পালের পরিবারকে নগদ ২০ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ তথ্য জানিয়ে বলেন, নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরাদ্দকৃত টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  

শনিবার (১৪ মে) ভোরে সিলেটে ভারী বর্ষণ হয়। এতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিতে টিলা ধ্বসের ঘটনা ঘটে। এতে এনজিও আশার মাঠকর্মী অপুরুদ্র পাল (২৭) ঘরে ঘুমন্ত অবস্থায় টিলা ধসে মাটি চাপা পড়ে মারা যান। এ সময় তার ভাই পাপ্পু রুদ্র পাল (২৫) আহত হন। এছাড়া বিভিন্ন স্থানে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

>>> সিলেটে টিলা ধসে ঘুমের মধ্যে এনজিও কর্মীর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।